ড্রোন উড়িয়ে অন্ডালে অবৈধ খনির পর্যবেক্ষণে সিআইডি

অন্ডাল: অবৈধ কয়লা কারবার তদন্তে সম্প্রতি সক্রিয় হয়ে উঠেছে রাজ্য পুলিশের সিআইডি (CID) শাখা। গত কয়েকদিনে সিআইডির অভিযানে খনি এলাকা থেকে ধরা পড়েছে বেশ কয়েকজন অবৈধ কয়লার কারবারি। তাদের জেরা করে অবৈধ কয়লা কারবারের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সিআইডির অফিসাররা। সেই তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার অন্ডালের কাজোড়ার হরিশপুরে আসে সিআইডি-র তদন্তকারী দল। তাঁরা হরিশপুরের শিব মন্দিরের পেছনে তালডাঙা সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে এইসব এলাকাগুলিতে মাটি কেটে অবৈধভাবে কয়লা তোলা হত বলে অভিযোগ। সেই সব কয়লা উত্তোলনের পর বিভিন্ন ডিপোতে জড়ো করে রাখা হত। ™রে সুযোগ বুঝে লরিতে চাপিয়ে সেই কয়লা পাচার করা হত রাজ্যের বিভিন্ন জায়গায়। দুর্গম ও বিপদজনক অবৈধ খাদান গুলির হালহকিকত জানতে এদিন ড্রোনের সাহায্য নেয় সিআইডি। সুরক্ষিত দূরত্বে দাঁড়িয়ে ড্রোনের সাহায্যে তাঁরা অবৈধ খাদানগুলির ছবি সংগ্রহ করেন। পরে সেই ছবি বিশ্লেষণ করে জানা যাবে ঠিক কতগুলি অবৈধ খাদান রয়েছে এলাকায়। পাশাপাশি জানার চেষ্টা করা হবে ঠিক কত পরিমাণ কয়লা সেইসব খাদানগুলি থেকে অবৈধভাবে তোলা হয়েছে। এদিন পরিদর্শনের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে সিআইডি অফিসারদের সঙ্গে উপস্থিত ছিলেন ইসিএলের নিজস্ব নিরাপত্তা বাহিনীর জওয়ান ও অন্ডাল থানার পুলিশ। তবে এদিনের অবৈধ খাদান পরিদর্শন ও তদন্তের বিষয়ে সিআইডির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া মেলেনি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক সিআইডির এক অফিসার জানান, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জেরা করে যে সব তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =