চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, উদ্বিগ্ন রাধা রমন দাস

ঢাকা ও কলকাতা : রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা বিচারক মো.সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন।

গত ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ৩ ডিসেম্বর জামিন শুনানির দিন থাকলেও কোনও আইনজীবী না থাকায় শুনানির দিন ২ জানুয়ারি ধার্য ছিল। গত বুধবার যে দু’জনের জামিনের শুনানি ছিল, তাদের আইনজীবীও আসেননি। এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টা নাগাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিতে অংশ নিতে আদালতে পৌঁছন সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল। এই শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়।

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা ইস্কনের সন্ন্যাসী রাধা রমণ দাস, তিনি বলেছেন, “এটি অত্যন্ত দুঃখজনক খবর। আমরা জানি যে সমগ্র বিশ্ব এটির উপর নজর রাখছিল। সবাই আশা করছিল নতুন বছরে চিন্ময় প্রভু মুক্তি পাবেন – কিন্তু ৪২ দিন পরেও, তার জামিন খারিজ করা হয়েছে। বাংলাদেশ সরকারের উচিত তার ন্যায়বিচার নিশ্চিত করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 3 =