দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার চিংড়িপোতায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর পুলিশ এলাকার সমস্ত বাজির দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে বাজি বাজেয়াপ্ত করেছে ইতিমধ্যেই। আর এই বাজেয়াপ্ত করা বাজির মধ্যে রাজ্য পুলিশ এবং রাজ্য পুলিশের গোয়েন্দাদের নজরে এসেছে চায়না বারুদ। তবে এ ঘটনা নতুন নয়। পশ্চিমবঙ্গে বাজি এবং অবৈধ কারবারীরা এই বারুদের সঙ্গে অনেক আগের থেকেই পরিচিত ছিলেন। অতীতেও একাধিক বিস্ফোরণের ঘটনায় তদন্ত করে উঠে এসেছে এই বারুদের নাম।
বেশ কিছু বছর আগে নৈহাটিতে এক প্রবল বিস্ফোরণ হয়। এ ছাড়াও রাজ্যের বিভিন্ন বিস্ফোরণের ঘটনায় এই চায়না বারুদের যোগ মিলেছে বলে গোয়েন্দার সূত্রে খবর। পাশাপাশি এও জানানো হয়েছে, মূলত এই চায়না বারুদ বিহার রাজ্য থেকে এ রাজ্যে আসে। দাম কম হওয়ায় বাজি প্রস্তুতকারকদের কাছে এর চাহিদাও বিপুল। সূত্রে খবর মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা দিলেই মেলে এক কিলো চায়না বারুদ। তবে এই বারুদের কাজ বা তীব্রতা অনেকটাই বেশি। এই প্রসঙ্গে রাজ্য গোয়েন্দা দপ্তরের তরফ থেকে এও জানানো হয় যে, এই বারুদের তীব্রতা এবং আওয়াজ এতটাই বেশি যার কারণে দুষ্কৃতীদেরও পছন্দ হয়ে উঠেছে এই ‘চায়না বারুদ’। আগের থেকেই এই চায়না বারুদে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ মেশানো থাকে। পাশাপাশি এক কিলোগ্রাম চায়না বারুদ দিয়ে প্রায় ৮ থেকে ৯টি বোমা তৈরি করা যায়।
এদিকে এই চায়না বারুদের সাঙ্কেতিক নামও আছে আদতে বাজি এবং অবৈধ কারবারিদের কাছে। বিভিন্ন জেলায় বিভিন্ন সংকেতিক নাম ব্যবহার করা হয় এই বারুদের। দক্ষিণবঙ্গের দুটি জেলায় এই বারুদকে লঙ্কার গুঁড়ো বলা হয়। অপরদিকে মুর্শিদাবাদ মালদহতে এই বারুদকে লাল পাউডার বলা হয়। তবে এই বারুদের রং আদতে সম্পূর্ণ লাল নয় কিছুটা গেরুয়া ভাব থাকে এই বারুদে। পরপর দুটি ঘটনার পরই এই বারুদ নিয়ে সতর্ক পুলিশ এবং গোয়েন্দা। ইতিমধ্যেই গোয়েন্দাদের তরফ থেকে নির্দেশ পাওয়ার পরই রাজ্যের বিভিন্ন প্রান্তের সীমানা থাকা এলাকাগুলিতে বিশেষ নজরদারি এবং নাকা চেকিং চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের তরফ থেকে।
রাজ্য গোয়েন্দা দপ্তরের অনুমান, মূলত বিহার থেকে বিভিন্ন যানবাহনের মাধ্যমে কখনও ট্রেনে কখনও বা ট্রাক অথবা মোটরসাইকেলে করেও এই বারুদ এরাজ্যে প্রবেশ করছে। ইতিমধ্যেই এই দুই ঘটনার পরই রাজ্যের বিভিন্ন জেলাতে বিশেষ পুলিশি অভিযান করা হচ্ছে। পাশাপাশি এই কারবারের সাথে যুক্ত থাকা বেশ কিছু ব্যক্তিকেও আটক করে চলছে জিজ্ঞাসাবাদের পালা।