মোদির সভাপতিত্বে এসসিও-বৈঠকে যোগ দেবে চিন ও পাকিস্তান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এসসিও-র ২২তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে চলেছে চিন ও পাকিস্তান। আগামী ৪ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সদস্য দেশগুলির পাশাপাশি ইরান, বেলারুশ এবং মঙ্গোলিয়াকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে মোদির সভাপতিত্বে আয়োজিত এই ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে। ঐতিহ্য অনুসরণ করে অতিথি দেশ তুর্কমেনিস্তানও ডাক পেয়েছে এসসিও বৈঠকে।

প্রসঙ্গত, এসসিওর ৮টি সদস্যরাষ্ট্রে পৃথিবীর মোট ৪০ শতাংশ জনসংখ্যার বাস। পৃথিবীর মোট ৩০ শতাংশ জিডিপি এই দেশগুলির নিয়ন্ত্রণে। গত বছরের ডিসেম্বরে উজবেকিস্তানের সমরকন্দে সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =