বোলপুর : সপ্তমীর সকালেই দুর্ঘটনা বোলপুরে। নানুর থেকে বোলপুর আসার পথে মহকুমা সন্নিকটে একটি যাত্রীবোঝাই বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি টোটোকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সাত বছরের এক শিশুর। বাসের ধাক্কা খেয়ে পাল্টা খাওয়ায় মাথায় গুরুতর আঘাত লাগতেই তার মৃত্যু হয়। আহত বহু যাত্রীকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে বোলপুর ও শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে নামে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল। হঠাৎ সামনে টোটো চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক।

