হুগলি: এক শিশু মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো আরামবাগ মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে খানাকুলের ময়ালবন্দীপুর এলাকার বাসিন্দা অরূপ মাইতি তার ৯ মাসের সন্তান রোহন মাইতিকে বুধবার সকালে আরামবাগ মহকুমা হাসপাতালে পা ফোলা ও ব্যথা নিয়ে আরামবাগ মহকুমা হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করেন। পরিবারের লোকজনের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরে চিকিৎসক ও নার্সদের ডাকাডাকি করলেও রোগীকে কোনও চিকিৎসা করা হয়নি। বারবার জানাতে গেলেও সে বিষয়ে চিকিৎসকেরা কোনও গুরুত্ব দেয়নি। এরপর দুপুরে রোহনের মৃত্যু হয়। এই ঘটনা জানাজানি হওয়ার পরেই মৃত রোহনের পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন। ঘটনা জেনে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ বিষয়ে নাকি এখনও পর্যন্ত মৃত শিশুর পরিবারের লোকজনের পক্ষ থেকে কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ জমা পড়লে বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।