সংসদীয় কমিটির তলবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মুখ্যসচিব গোপালিকা

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের উপর হামলার অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিক-সহ পাঁচ প্রশাসনিক কর্তাকে ডেকে পাঠিয়েছে লোকসভার স্বাধিকার কমিটি বা প্রিভিলেজ কমিটি। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুখ্যসচিব। সোমবার বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কপিল সিব্বল।

মুখ্যসচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান এবং বসিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে তলব করা হয়েছিল।

উল্লেখ্য, গত বুধবার সরস্বতী পুজোর দিন টাকিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেদিন ধস্তাধস্তির মাঝে অসুস্থ হয়ে যান তিনি। সুকান্ত মজুমদার বালুরঘাটের সাংসদ। সেদিনের ঘটনার বিবরণী জানিয়ে লোকসভার প্রিভিলেজ কমিটিকে চিঠি দেন তিনি। সুকান্তর অভিযোগ ছিল, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে পুলিশের আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকেও টাকির ঘটনা নিয়ে বিস্তারিতভাবে চিঠি দেন। অভিযোগ, সন্দেশখালি ইস্যুতে সাংসদকে অন্যায়ভাবে হেনস্থা করেছে পুলিশ। সুকান্ত মজুমদারের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন লোকসভার অধ্যক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পরই রাজ্য পুলিশের ডিজি এবং বাকিদের তলবের সিদ্ধান্ত নেয় স্বাধিকার রক্ষা কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 19 =