মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন : অর্জুন সিং

ব্যারাকপুর : ‘মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন। সেটা আরও একবার প্রমাণিত হল।’ শুক্রবার এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েতে আয়োজিত ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদান কর্মসূচিতে তিনি হাজির ছিলেন। সেখানে সাংসদ অর্জুন সিং বলেন, মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন, তিনি বাস্তবে তা করেও দেখান। দুই বছর ধরে বাংলায় ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত ছিলেন। মুখ্যমন্ত্রী তাঁদের সেই টাকা পাইয়ে দিয়েছেন। এটাই বড় ব্যাপার। এমনকী প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেও গিয়েছে।

উক্ত কর্মসূচিতে এদিন হাজির ছিলেন শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধান যথাক্রমে অরুণ ঘোষ ও সোমা মালিক, ব্যারাকপুর ব্লক-২ পঞ্চায়েত সমিতির সদস্য সুজাতা মণ্ডল প্রমুখ। প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধরনা মঞ্চ থেকে তিনি ঘোষনা করেছিলেন, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের বকেয়া টাকা না দিলে, নিজেদের কোষাগার থেকে সেই টাকা দেবে রাজ্য সরকার। পরবর্তীতে মুখ্যমন্ত্রী বলেছেন, পয়লা মার্চ থেকে শ্রমিকদের বকেয়া মজুরি সরাসরি তাঁদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। স্বভাবতই, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বকেয়া মজুরি পেয়ে খুশি শিউলি পঞ্চায়েতের ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 11 =