কলকাতা : সুনীতা উইলিয়ামসের ফেরার খবরে খুশির বার্তা। সুনীতা উইলিয়ামসকে সম্মান জানিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে ভারতরত্ন সম্মান দেওয়ার দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় একথা বলেন তিনি।
এছাড়াও তিনি বুধবার এক্সবার্তায় লিখেছেন, সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে অনেক দিন পর অবশেষে এবং নিরাপদে পৃথিবীতে ফিরে আসার জন্য স্বাগত। আমাদের ভারতের কন্যা আমাদের কাছে ফিরে এসেছেন, এবং আমরা গভীরভাবে আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমরা বুচ উইলমোরের জন্যও গভীরভাবে আনন্দিত। তাঁদের সাহসকে স্বাগত জানাই, তাদের প্রত্যাবর্তনের শুভেচ্ছা জানাই, মানবিক গৌরবের শুভেচ্ছা জানাই!
মহাকাশ থেকে যারা ফিরিয়ে এনেছেন, সেই দলকেও তাঁদের অভূতপূর্ব সমর্থন এবং সাফল্যের জন্য অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।