আদিবাসী উন্নয়নের প্রসঙ্গে নবান্ন সভাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক সোমবার

কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে সোমবার বৈঠক। রাজ্য সচিবালয় নবান্নে আদিবাসী উন্নয়নের প্রসঙ্গেই মূলত এই বৈঠক আহ্বান জানানো হয়েছে। আদিবাসী সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের জন্য যে সমস্ত সরকারি কর্মসূচি ঘোষিত হয়েছে তার পর্যালোচনা করা হবে। অগ্রগতি খতিয়ে দেখার লক্ষ্যে সরকারি পর্যায়ে এই বৈঠকে আদিবাসী উপদেষ্টা কমিটির সদস্য ও বিভাগীয় আধিকারিকরা উপস্থিত থাকবেন।

শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ নবান্ন সভাগৃহে ওই বৈঠকের জন্য সরকারি পর্যায়ে জরুরি ভিত্তিতে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এই কমিটির চেয়ারম্যান মুখ্যমন্ত্রী। আদিবাসী উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা সংশ্লিষ্ট কমিটির ভাইস চেয়ারম্যান। সপ্তাহের প্রথম দিন ওই বৈঠকে আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ও উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ পর্যন্ত ঘোষিত কর্মসূচির অগ্রগতি ও অসম্পূর্ণ প্রকল্পের বর্তমান পরিস্থিতি ও জটিলতা হলে তার মোকাবিলায় পদক্ষেপ নিয়েও হবে পারস্পরিক চর্চা। প্রসঙ্গত, এ রাজ্যের আদিবাসী সমাজের উন্নয়নে সচেষ্ট রাজ্য সরকার। বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তা স্মরণ করিয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 14 =