‘মুখ্যমন্ত্রী আমাকে ভয় পাচ্ছেন’, পুলিশ কমিশনারের অফিসে ঢুকতে না দেওয়ায় তোপ শুভেন্দুর

হাওড়া: হাওড়া সিটি পুলিশের সদর দপ্তরে ঢুকতে বাধা দেওয়া হল রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। রামনবমীর মিছিলে আক্রমণের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে হাওড়া হাসপাতালে আক্রান্তদের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে তিনি সোজা যান হাওড়া সিটি পুলিশের সদর দপ্তরে। রাস্তায় ব্যারিকেড করে তার পথ আটকায় হাওড়া সিটি পুলিশ। ক্ষুব্ধ শুভেন্দু উপস্থিত পুলিশ অধিকারিকদের বলেন, তিনি কোনও গুন্ডা নন, নির্বাচনে জিতে আসা জনপ্রতিনিধি ও রাজ্যের বিরোধী দলনেতা। এভাবে তাঁকে আটকানোর চেষ্টাতে বোঝা যাচ্ছে রাজ্যে গণতন্ত্র কোন পরিস্থিতিতে রয়েছে।

এরপরই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মুখ্যমন্ত্রী তাঁকে ভয় পাচ্ছেন। তাই  রাস্তা আটকাচ্ছেন। তিনি ব্যারিকেডের অপর প্রান্তে থাকা সিভিক ভলেন্টিয়ারদের সতর্ক করে বলেন, কলকাতা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে সিভিকদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রাখা যাবে না। সেই নির্দেশকে উপেক্ষা করা হচ্ছে। তিনি জানান এখানে তিনি একটি সিডি দিতে এসেছিলেন। সেটা অফিসের যে কোনো আধিকারিকের হাতে তিনি দিতে চেয়েছিলেন। তবে তাঁকে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে তাই ঢুকতে দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 4 =