ভাইপোকে ছাড়া সাধারণ মানুষকে নিয়ে মুখ্যমন্ত্রী ভাবেন না, সাধারণ মানুষের মুখোমুখি হতে তিনি ভয় পান, নবান্ন অভিযানে পুলিশের অতি সক্রিয়তার প্রতিবাদে রাজ্য সরকারকে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশ অতি সক্রিয় হয়ে বিনা প্ররোচনাতে লাঠি চার্জ ও কাঁদানে গ্যাস সহ জল কামান দিয়ে বিজেপি কর্মীদের আক্রমণ করেছে বলে ক্ষোভ প্রকাশ করেন সুকান্ত। সুকান্ত মজুমদার বলেন, ‘মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মুখোমুখি হতে ভয় পান। তিনি শুধু তাঁর ভাইপোকে নিয়েই ভাবেন। যে ভাইপো ৩১ লক্ষ টাকা দিয়ে বিমান ভাড়া করে উত্তরবঙ্গে ভাষণ দিতে গেছিলেন দু তিনদিন আগে তিনি তাঁকে নিয়েই চিন্তিত। সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী চিন্তিত নন।’ সুকান্ত অভিযোগ করেন, যেভাবে তাঁকে জল কামান দিয়ে আঘাত করা হয়েছে এখনও তিনি ঘাড় ঘোরাতে গেলে ব্যাথা অনুভব করছেন। একইসঙ্গে তাঁর অভিযোগ, ব্যারিকেডের অপর প্রান্ত থেকে লাঠি দিয়ে তাঁর পেটে ক্রমাগত খোঁচানো হয়েছে। পাশাপাশি অনেক বহুতল বাড়ির ছাদে দাঁড়িয়ে তাঁদের মিছিলের উপরে পুলিশ পাথর ছুঁড়েছে বলেও অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ দলদাসে পরিণত হয়েছেন বলেই দাবি করেন তিনি।