নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: ডেঙ্গু প্রতিরোধে পথে নামল কাঁকসা ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান।
রবিবার সকাল ১১টা থেকে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ৫টি এলাকায় সাফাই অভিযানে নামেন গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না বাগদি ও উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ। এদিন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান ঝাঁটা হাতে এলাকার আবর্জনা সাফাই করার পাশাপাশি এলাকাবাসীকে সচেতন থাকার আবেদন জানান।
উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন, এলাকায় যাতে কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হয়, তাই পঞ্চায়েতের সদস্যরা ও কর্মীরা অভিযানে নেমে একদিকে এলাকা সাফাই করেন, অন্যদিকে যে সমস্ত এলাকায় জল জমে রয়েছে সেই এলাকার জল নিষ্কাশনের ব্যবস্থা করেন। ৫টি এলাকায় মশা মারার তেল স্প্রে করা হয় ও ব্লিচিং পাউডার ছড়ানো হয়। এছাড়াও কারও বাড়িতে বা আশপাশে যাতে জল জমে না থাকে সেই বিষয়ে এলাকাবাসীকে সচেতন করার পাশাপাশি কেউ জ্বরে আক্রান্ত থাকলে তারা যেন দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা করায় সেই বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
এছাড়াও এদিন কাঁকসা ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতে সরকারের নির্দেশ মেনে গান্ধীজির জন্ম দিবসকে সামনে রেখে রবিবার শ্রম দিবস কর্মসূচি পালন করা হয়।