রায়পুর : ছত্তিশগড়ে সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে ‘আত্মঘাতী’ সশস্ত্র বাহিনীর এক আধিকারিক। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে কোন্ডাগাঁও জেলার বায়ানার গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম দীনেশ সিং চান্দেল। পারিবারিক কোনও অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
সোমবার কোন্ডাগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার কৌশলেন্দ্র দেব প্যাটেল জানিয়েছেন, রবিবার রাতে বায়ানার গ্রামে সশস্ত্র বাহিনীর দ্বিতীয় ব্যাটালিয়নের ক্যাম্পে ঘটনাটি ঘটে। বাহিনীর কর্তা দীনেশ সিং চান্দেল ক্যাম্পে একে-৪৭ রাইফেল দিয়ে নিজেকে গুলি করেন।
গুলির শব্দ শুনে তাঁর সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। কী কারণে দীনেশ চরম পদক্ষেপ নিলেন, তার কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক সমস্যার কারণে চান্দেল আত্মহত্যা করেছেন। ঘটনার তদন্ত চলছে।

