চাপে চেন্নাই! হাল ধরতে আবার ক্যাপ্টেন ধোনি

সিএসকের এক ‘তরুণ’কে দেখা যেতে পারে ‘নতুন’ ক্যাপ্টেন হিসেবে? ঋতুরাজ গায়কোয়াড়ের খেলা নিয়ে রয়েছে সংশয়। হাত বেশ ফুলে রয়েছে। যা পরিস্থিতি দিল্লি ম্যাচে বিশ্রামও দেওয়া হতে পারে ঋতুকে। তা যদি হয়, এক ‘নতুন’ ক্যাপ্টেনকে দেখা যেতে পারে চেন্নাইয়ে। কে তিনি? তাঁর বয়স মাত্র ৪৩! ক্যাপ্টেন হিসেবে হলুদ জার্সিতে নামবেন ওই তরুণ। কে তিনি, বলার অপেক্ষা রাখে কি? মহেন্দ্র সিং ধোনি গত মরসুম থেকেই আর ক্যাপ্টেন নন। দায়িত্ব ছাড়লেও তিনিই দলের মস্তিষ্ক। সেই ধোনিই আবার এক ম্যাচের ক্যাপ্টেন হতে চলেছেন চেন্নাইয়ের।

আইপিএলের শুরুটা ভালো হলেও চেন্নাই সুপার কিংসের শেষ দুই ম্যাচ ভালো যায়নি। শেষ দু’ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে। শেষ ম্যাচে চেন্নাই ক্যাপ্টেন ঋতুরাজ ব্যাটিং করার সময় তুষার দেশপাণ্ডের একটি বল সজোরে তাঁর হাতে লাগে। বেশ ভালোই চোট পান হাতে। তাঁর পরবর্তী ম্যাচে মাঠে ফেরা এখন প্রশ্নের মুখে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি দিল্লি ক্যাপিটালসের বিরূদ্ধে আবার অধিনায়ক হিসেবে দেখা যাবে পাঁচবারের আইপিএলজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে? সম্ভাবনা প্রবল। এই বারের আইপিএলের সবচেয়ে বয়ষ্ক প্লেয়ার ক্যাপ্টেন কুল। ৪৩ বছর বয়সে আবার দলের অধিনায়কত্ব করতে পারেন মাহি। শেষবার চেন্নাই জার্সি গায়ে অধিনায়কত্ব করেছেন ২০২৩ সালে আইপিএল ফাইনালে। তাঁর পরেই নিজের অধিনায়কের পদ ছেড়েছেন।

বয়স যতই বাড়ুক, এই মরসুমেও দারুণ কিপিং করছেন ধোনি। চোখের নিমিষে স্ট্যাম্পিং করছেন উইকটের পিছনে দাঁড়িয়ে। যেন এখনও চিরতরুণ তিনি। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে চেন্নাই ব্যাটিং কোচ ডেভিড হাসি বলেছেন, তঋতুরাজ গায়কোয়াড় কালকের ম্যাচে নামতে পারবে কিনা, তা নির্ভর করছে ওর চোটের হাল কী থাকে তার উপর। হাতের ফোলা ভাব এখনও রয়েছে। যদি না খেলতে পারে, তবে কে ক্যাপ্টেন হবে, তা এখনও ঠিক হয়নি। তবে খুব সম্ভাবনা রয়েছে একজন তরুণ উইকেট কিপারের অধিনায়কত্ব করার।দ হাসির কথাতেই পরিষ্কার এক ম্যাচের জন্য হলেও এই আইপিএল আবার পেতে চলেছে ক্যাপ্টেন ধোনিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eight =