ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল। ক্যাবিনেটে পাঁচটি ট্রফি। এ বারের মরসুমে শুরু থেকেই হোঁচট খেয়ে এসেছে চেন্নাই সুপার কিংস। তাদের কাছে সবচেয়ে হতাশার, দুর্গ অর্থাৎ চিপক স্টেডিয়ামে মাত্র একটি জয়। ধোনি ক্যাপ্টেন্সি নেওয়ার পর কিছুটা পরিবর্তনের ছাপ পাওয়া গিয়েছিল। গত ম্যাচে মুম্বইয়ের মাঠে হারের পর আবারও অস্বস্তি। আজ ঘরের মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
পয়েন্ট টেবলে দু-দলই এখন ব্যাকবেঞ্চার। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে জয় ছাড়া বিকল্প নয়। কিন্তু কীভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব, সেই প্রশ্নের উত্তর খুঁজছে দু-দলই। গত দু-ম্যাচে দুই তরুণ ক্রিকেটারের আইপিএল অভিষেক হয়েছে চেন্নাই সুপার কিংসে। আজ কি ডিওয়াল্ড ব্রেভিস অর্থাৎ বেবি এবিরও চেন্নাই জার্সিতে অভিষেক? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর পার্টটাইম স্পিনও কার্যকরী ভূমিকা নিতে পারে। তবে কাকে বাদ দেওয়া হবে, এ বড় কঠিন সিদ্ধান্ত। তেমনই অংশুল কম্বোজকেও ফেরানোর একটা সম্ভাবনা থাকছে।
চিপকে ম্যাচ। সানরাইজার্স হায়দরাবাদ কম্বিনেশনে বাড়তি স্পিনার যোগ করতে পারে। রাহুল চাহার কিংবা কামিন্দু মেন্ডিস। দ্বিতীয় জনকে খেলালে ঈশান মালিঙ্গাকে বসাতে হবে। আবার রাহুল চাহারের ব্যাটের হাত ভালো নয়। ফলে একটা দ্বিধার জায়গা থাকছেই। মহেন্দ্র সিং ধোনির এটি মাইলফলকের ম্যাচ। কেরিয়ারের ৪০০তম টি-টোয়েন্টিতে নামতে চলেছেন ক্যাপ্টেন কুল।