জাদেজা আর কনওয়ের জাদুতে চেন্নাই সাত উইকেটে হারাল হায়দরাবাদকে

চিপকে চেন্নাই সুপার কিংসকে কখনও হারাতে পারেনি সানরাইজার্স। এ বারও পারল না। এ বার একটা একপেশে ম্যাচ দেখা গেল। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস। চিপকের পিচ স্পিনসহায়ক হয়ে থাকে। টুর্নামেন্ট যত এগোবে এর ছাপ বেশি পড়বে। এই ম্যাচের আগে এ মরসুমে ঘরের মাঠে দুটি হোম ম্যাচ খেলেছিল সিএসকে। একটি করে জয় ও হার। রাজস্থান রয়্যালসের কাছে হেরেছিল সিএসকে। তবে আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ জিতে এসে ঘরের মাঠেও জয়। মহেন্দ্র সিং ধোনি। বাকিদের পারফরমেন্সের চেয়ে এখনও আকর্ষণের কেন্দ্রে তাঁর নেতৃত্বই। বোলিং চেঞ্জ থেকে নতুনদের সামলানো। বাকিদের কাছেও শেখার মতো বিষয় হয়ে থাকে। এই ম্যাচেও তাঁর বোলিং পরিবর্তন নজর কাড়ল। যার কারণে খেই হারাল সানরাইজার্স ব্যাটিং আক্রমণও। বল নতুন থাকা অবধি যাও বা কিছুটা রান তুলতে পারল সানরাইজার্স, এরপরই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। সিএসকে বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন রবীন্দ্র জাডেজা। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট নিলেন জাড্ডু।  জাডেজার ৩ উইকেট ছাড়াও মহেশ থিকসানার ঝুলিতে এক উইকেট। পেসাররা স্লোয়ার ডেলিভারির ব্যবহার খুব ভালো করে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান করে সানরাইজার্স। অল্প রানের লক্ষ্য। তবে গত কয়েকদিন যেমন থ্রিলার চলছিল, তেমন কিছুরও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। যদিও চেন্নাইয়ের সতর্ক শুরু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখল। এ বারের আইপিএলে আরও একটা অর্ধশতরানের ইনিংস ডেভন কনওয়ের। মাত্র ৩৩ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছান কনওয়ে। উল্টোদিক থেকে ঋতুরাজ গায়কোয়াড়ও ধৈর্যশীল ইনিংস খেলেন। যদিও হতাশাজনক ভাবে আউট ঋতুরাজ। কনওয়ের অনবদ্য ইনিংসে জিততে কোনও সমস্যাই হয়নি সিএসকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + seven =