ব্যারাকপুর : কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে খড়দার রুইয়া বাসস্ট্যান্ডের পাশে রাস্তার ধারে থাকা গর্ত বোজানোর জন্য পাড় স্থানীয় একটি কোম্পানি একজন ঠিকাদারকে বরাত দেয়। অভিযোগ, ওই ঠিকাদার কয়েকশো বস্তা ভর্তি কেমিক্যাল জাতীয় জিনিস এনে রাস্তার পাশে ফেলে দেয়। আর এতেই বিপত্তি ঘটে। শনিবার সকাল থেকে বস্তার ভেতর থেকে তীব্র ঝাঁঝালো গন্ধ-সহ ধোঁয়া বের হতে থাকে। ঝাঁঝালো গন্ধে শ্বাসকষ্টে ভুগছেন এলাকার লোকজন। ঝাঁঝালো গন্ধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি তন্ময় চট্টোপাধ্যায়, রহড়া থানার পুলিশ ও দমকল। স্থানীয় বাসিন্দা মেহের আলি বলেন, ‘কারখানার ছাইয়ের বদলে বস্তা ভর্তি অন্য কিছু রাস্তার পাশে ফেলা হয়েছে। আর ওই বস্তার মধ্যে কেমিক্যাল জাতীয় কিছু আছে। তা থেকেই তীব্র ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে। মাটি চাপা দিলে হয়তো গন্ধ বন্ধ হয়ে যাবে।’ এসিপি তন্ময় চট্টোপাধ্যায় বলেন, ‘এখানে অনেক বস্তা ফেলা হয়েছে। ওই বস্তার মধ্যে কিছু মেটিরিয়াল আছে। তা থেকেই গন্ধ ছড়াচ্ছে। দমকল বিষয়টি খতিয়ে দেখছে। জেসিবি দিয়ে বস্তাগুলো তুলে ফেলা হবে।’