হেয়ার স্ট্রিট থানা এলাকায় ছড়াল রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ায় আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর, এই রাসায়নিক গ্যাসের গন্ধে এখনও পর্যন্ত ১৪ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দ্রুত তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপশি এও জানানো হয় যে, ,এদিন সকালে হঠাত্ই হেয়ার স্ট্রিট থানার আরএন মুখোাধ্যায় রোডের একটি অফিস থেকে ঝাঁঝালো রাসায়নিক গ্যাসের গন্ধ বের হতে থাকে। দ্রুত সেই গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশেও। গন্ধের তীব্রতা এতটাই ছিল যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
এরপরই কোথা থেকে এই গ্যাসের উৎপত্তি তা খুঁজতে গিয়ে কলকাতা পুলিশ আধিকারিকরা বুঝতে পারেন, সোমবার এখানকার একটি অফিসে পেস্ট কন্ট্রোলের কাজ করানো হয়। সেই পেস্ট কন্ট্রোল থেকেই বের হয় রাসায়ানিক গন্ধ। পুলিশের প্রাথমিক অনুমান, পেস্ট কন্ট্রোল করার পর অফিস বন্ধ থাকে। সকালে অফিস খোলার পর এই গন্ধ মারাত্মক আকার ধারণ করে। শুধু ওই অফিস নয়, যে বিল্ডিংয়ে এই অফিস রয়েছে সেই বিল্ডিংয়ের আশপাশেও অনেক অফিস রয়েছে। রাসয়নিক গ্যাস সেইসব অফিসেও ছড়িয়ে পড়ে। আর তারই জেরে ছড়ায় আতঙ্ক। এব্যাপারে আর এন মুখোপাধ্যায় রোডের ওই অফিস কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।