ব্যারাকপুর :আষাঢ় মানেই রথযাত্রা উৎসব। পঞ্জিকা মতে, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথে চড়ে মাসির বাড়ি যাত্রা। আজ, মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হবে রথযাত্রা উৎসব। প্রতি বছরের মতোই এবারও রথযাত্রার আগের দিন সোমবার কচিকাঁচাদের মধ্যে রথ ও জগন্নাথ দেবের মূর্তি বিলি করলেন ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার। তিনি বললেন, টানা ১৬ বছর ধরে ব্যক্তিগত উদ্যোগে তিনি এই ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবছর তিনি ১০৫ জন শিশুর হাতে রথ তুলে দিলেন। সম্রাটের কথায়, রথের দঁড়িতে টান পড়তেই সমাজের বিভেদকামী শক্তির বিনাশ হবে। রথ বিতরণ কর্মসূচিতে এদিন হাজির ছিলেন কাউন্সিলর স্বপন ভট্টাচার্য, প্রতাপ গুপ্তা, তারক দাস, সুব্রত মুখার্জি-সহ বিশিষ্ট জনেরা।