কলকাতা: প্রাথমিক টেট-এ নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। বুধবার ব্যাঙ্কশালের বিশেষ আদালতে এই চার্জশিট পেশ করা হবে বলে সূত্রের খবর। মানিকের গ্রেফতারির ৫৭ দিনের মাথায় আদালতে ১৫০ পাতার এই চার্জশিটে নাম থাকছে মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী ও ছেলের। এছাড়াও, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দুটি সংস্থারও উল্লেখ থাকছে ইডির চার্জশিটে। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র দাবি, পার্থ-মানিক যোগসাজশেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি হয়েছে। দুই পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও যথেষ্ট সন্দেহজনক ঠেকেছে তাঁদের। মানিকের ছেলে সৌভিকের ব্যাঙ্ক-লেনদেন নিয়ে জোরাল প্রশ্ন তুলেছেন ইডি-র আধিকারিকরা। কেন বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ থেকে সৌভিকের সংস্থার অ্যাকাউন্টে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছিল তার খোঁজ করেছেন তদন্তকারীরা। সেই লেনদেনের সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগ থাকতে পারে বলেও ইডি সূত্রের খবর।
প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত ১০ অক্টোবর মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবারই সেই গ্রেফতারির ৬০ দিন পূর্ণ হওয়ার কথা। মানিকের গ্রেফতারির ৬০ দিনের মধ্যে চার্জশিট পেশ করার নির্দেশ দেয় আদালত।