দেহরাদূ : বৃষ্টির দুর্যোগ কাটতেই ফের শুরু হল চারধাম যাত্রা। প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল চারধাম যাত্রা, আবহাওয়া উন্নতি হওয়ায় শনিবার থেকে চারধাম যাত্রা শুরু হয়েছে।
চারধাম যাত্রার তীর্থযাত্রীদের রেজিস্ট্রেশনও এদিন থেকে পুনরায় শুরু হয়েছে। চারধাম যাত্রা হল হিমালয়ের পাহাড়ে অবস্থিত চারটি পবিত্র স্থান – যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথের তীর্থযাত্রা।
এদিকে, উত্তরাখণ্ড সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই বছরের বর্ষাকালে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে অবকাঠামোগত কাঠামোর সম্ভাব্য ক্ষতি রোধ করার জন্য কেন্দ্রের কাছে ৫,৭০২.১৫ কোটি টাকার বিশেষ সহায়তার অনুরোধ করেছে।

