কলকাতা: বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের পর বাজি ফাটানোকে কেন্দ্র করে ধুন্ধুমার লেক টাউনে। দু’দলের সমর্থকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন। বাড়িতেও ভাঙচুরের অভিযোগ ওঠে। এমনকী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত পুলিশও। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লেকটাউনের দক্ষিণদাঁড়ি ২৬ নম্বর রেলগেটের সামনে উত্তেজনা ছড়ায়। বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের পর সমর্থকরা এলাকায় বাজি ফাটাতে থাকেন। ওই এলাকারই কয়েকজন বাসিন্দা ফ্রান্সের সমর্থক ছিলেন। তাঁরা প্রতিবাদ করেন।
জানা গিয়েছে, সামান্য কথা কাটাকাটি থেকে বিষয়টা শুরু হয়। পরে ব্যাপারটা চরম আকার নেয়। অভিযোগ, এক পক্ষ অন্যের বাড়িতে ঢুকে বেপরোয়া ভাঙচুর করে, অপরপক্ষও ভাঙচুর করে বলে অভিযোগ। এলাকার এরকম বেশ কয়েকটি বাড়িতে বেপরোয়া ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লেকটাউন থানার পুলিশ। কিন্তু সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশ কর্মীদেরই। পুলিশের গাড়িতে বেপরোয়া ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। আক্রান্ত হতে হয় এক এসআই-কেও। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।ঘটনার পর থেকে থমথমে রয়েছে এলাকা। এলাকার এক বাসিন্দা বলেন, ‘এমনিতে ফুটবল খেলা নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা থাকে। কিন্তু এটা তার অত্যন্ত বাজে বহিঃপ্রকাশ। সামান্য ঘটনা থেকে এতটা তাণ্ডব কীভাবে, এলাকারই পরিবেশ নষ্ট হচ্ছে।’