চন্দ্রযান-৩-এর অবতরণ নির্ধারিত সময়েই হবে বলে আশাবাদী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এখনও পর্যন্ত ধরা পড়েনি কোনও ত্রুটি। পরিকল্পনামাফিকই চাঁদের বুকের দিকে এগিয়ে চলেছে চন্দ্রযান-৩। মঙ্গলবার ইসরোর তরফে টুইট করে জানানো হয়েছে সেকথা। বেশ কয়েকটি ছবি তুলেছে ল্যান্ডারের ক্যামেরা। সেই ছবি ভিডিয়ো আকারে প্রকাশ করেছে ইসরো। বড়বড় গর্ত সমন্বিত ধূসের চাঁদের ছবি ধরা পড়েছে ল্যান্ডারের ক্যামেরায়। ইসরোর তরফে টুইটে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মনে করা হচ্ছে নির্ধারিত সময়ে অবতরণ করবে চন্দ্রযান-৩। সিস্টেম নিয়মিত চেক হচ্ছে। মসৃণ যাত্রা অব্যাহত রয়েছে।
তবে এর আগে এমন একটা কথা শোনা যাচ্ছিল যে ল্যান্ডিংয়ের ক্ষেত্রে সময়ের বদল হতে পারে। এরপর মঙ্গলবার -ই ইসরোর তরফ থেকে জানানো হয় সবকিছুই সঠিক পথেই এগোচ্ছে। অর্থাৎ চন্দ্রাযান -৩ ল্যান্ডিংয়ের ক্ষেত্রে সময়ের হেরফের হবে না।