বাঁকুড়ার চঞ্চল সিংয়ের তৈরি লিফটে সম্পূর্ণ সুরক্ষার দাবি

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বাঁকুড়ার এক ব্যক্তি নিজের হাতে বানানো লিফট লাগিয়েছেন বাড়িতে। বাজারে যেসব লিফট পাওয়া যায় সেই লিফটগুলির প্রায় অর্ধেক মূল্যে লিফট পরিষেবা দেওয়ার দাবি করেছেন বাঁকুড়ার উদ্ভাবক চঞ্চল সিং। এছাড়াও থাকছে তিন তিনটে এক্সট্রা ফিচার।
এর আগে ইলেকট্রিক জিপ বানিয়ে তাক লাগিয়েছিলেন তিনি, এবার নিজের বাড়িতে বয়স্ক মানুষদের অনুরোধে সস্তায় লাগালেন লিফট। একবছর আগে পরীক্ষামূলক ভাবে শুরু করেন লিফটের কাজ। তবে খবর ছড়িয়ে পড়তেই চঞ্চল সিংয়ের কাছে লিফট বানিয়ে দেওয়ার অনুরোধও আসতে থাকে। নিজে বানিয়েছেন বলেই সমস্যাগুলি বুঝতে সুবিধা হয়েছে নির্মাতা চঞ্চল সিংয়ের। অসুবিধা বুঝে তিনি নিজের মস্তিষ্কপ্রসূত তিন তিনটি সেফটি ফিচার লাগিয়েছেন অতিরিক্ত।
বাঁকুড়ার চঞ্চলবাবুর তৈরি এই লিফটে রয়েছে বিশেষ সুরক্ষার ফিচার। লিফটে লাগানো রয়েছে অতিরিক্ত পাওয়ার ব্যাংক প্রযুক্তি। লোডশেডিং হলে বা কারেন্ট চলে গেলে অতিরিক্ত দুই ঘণ্টা কার্যকরী থাকবে এই লিফট। লাগানো রয়েছে লিথিয়াম ফসফেট ব্যাটারি। এছাড়াও লিফটের কেবল ছিঁড়ে গেলে, নিজে থেকেই স্বয়ংক্রিয় ব্রেক কষে দুই থেকে আড়াই ইঞ্চির মধ্যে দাঁড়িয়ে যাবে লিফটটি। এর পোশাকি নাম ‘মেকানিজম ব্রেক সিস্টেম’। কেবল ছিঁড়ে অন্যান্য সেফটি ফিচার কম্প্রোমাইজ হয়ে গেলেও, নীচে লাগানো রয়েছে কুশন। অবশেষে কুশনে গিয়ে ধাক্কা মারলে ক্ষতি অনেকটাই এড়ানো যাবে বলে দাবি তাঁর।
ইতিমধ্যেই এই লিফট আরও সাতটি বাড়িতে বাণিজ্যিক ভাবে লাগিয়েছেন চঞ্চল সিং। বাঁকুড়া জেলা তথা জেলার বাইরে থেকে এসেছে লিফটের অর্ডার। এছাড়াও থাকছে ২৪ ঘণ্টার ফ্রি সার্ভিস। ইতিমধ্যেই লাইসেন্স এবং প্রয়োজনীয় নথিপত্র পেয়ে গিয়েছেন চঞ্চল সিং। নিজের মস্তিষ্কপ্রসূত এই লিফটকে বাণিজ্যিক রূপ দিতে বদ্ধপরিকর তিনি। এই উদ্ভাবক এবং নির্মাতা একের পর এক চমকপ্রদ ব্যবহারযোগ্য মেশিন বানিয়ে বাঁকুড়ার নাম পৌঁছে দিচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন কোণায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =