বুধে পিঙ্ক আর্মি ও নাইটদের ঘুরে দাঁড়ানোর সুযোগ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ কি বদলার ম্যাচ? কিন্তু কার কাছে? একটা বিষয় কিন্তু ভোলার নয়। রিটেনশন। কলকাতা নাইট রাইডার্স কোটার ছয় জন প্লেয়ারকেই রিটেন করেছিল। কিন্তু তাতে জায়গা হয়নি নীতীশ রানার। শ্রেয়স আইয়ারকেও রিটেন করেনি কেকেআর। কিন্তু শ্রেয়সের ক্ষেত্রে বিষয়টা অন্য ছিল। নীতীশ রানার ‘অভিমান’ হয়েছিল। সেটা আকারে ইঙ্গিতে বুঝিয়ে ছিলেন। শেষ অবধি তাঁকে নেয় রাজস্থান রয়্যালস। আর আজ রাজস্থানের বিরুদ্ধেই নামছে কেকেআর। কেন অভিমান?

প্রকৃত কারণ প্রকাশ্যে আসেনি। তবে কেকেআরের ভাইস ক্যাপ্টেন থাকা, শ্রেয়সের অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সি করা, সব মিলিয়ে নীতীশ রানা নিজেকে কেকেআরের গুরুত্বপূর্ণ সদস্যই ধরে এসেছেন। যদিও তাঁকে রিটেন করা দূর অস্ত, মেগা অকশনেও নেওয়ার জন্য ঝাঁপায়নি। কেকেআর অলআউট ঝাঁপিয়েছিল ভেঙ্কটেশ আইয়ারকে নিতে। তাঁকেই এ বার ভাইস ক্যাপ্টেনও করা হয়েছে। দু-দলের লড়াইয়ে মাঝে যেন নীতীশ রানা বনাম ভেঙ্কটেশ আইয়ারের ব্যক্তিগত দ্বৈরথও কাজ করবে। দু-জনেই চার নম্বরে ব্যাট করতে নামবেন।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। তাও আবার ঘরের মাঠে। লড়াই হলে ম্যাচটা তবু ইতিবাচক দিক হয়ে থাকত। আরসিবি কার্যত একপেশে জয় ছিনিয়ে নিয়েছে। অন্য দিকে, রাজস্থান রয়্যালসও প্রথম ম্যাচে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। রাজস্থান রয়্যালসের হারে একটা নেতিবাচক ফিল্ডিং। কিন্তু পজিটিভ দিক শুধু মাত্র ব্যাটার হিসেবে খেলা সঞ্জু স্যামসনের বড় রান এবং লোয়ার অর্ডারে ধ্রুব জুরেলের অনবদ্য ইনিংস। ফলে টপ অর্ডার সাফল্য পেলে এবং মিডল অর্ডারও সহযোগিতা করলে কেকেআরের চাপ বাড়বে। তার মানে কি রাজস্থান অ্যাডভান্টেজ?

কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং-বোলিং গভীরতা অনেক। অপেক্ষা শুধু সঠিক কম্বিনেশন খুঁজে নেওয়া। একটা হারেই টিমে বিশাল বদল করবে কেকেআর, এমন সম্ভাবনা ক্ষীণ। তবে মিডল অর্ডারের পারফরম্যান্সের দিকে বাড়তি নজর থাকবে। তেমনই নতুন বলে কম্বিনেশনেও। কী হতে পারে দু-দলের একাদশ?

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি’কক, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, অংক্রিশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেন্সর জনসন/অনরিখ নর্টজে, বরুণ চক্রবর্তী
ইমপ্যাক্ট অপশন-বৈভব অরোরা/মায়াঙ্ক মারকান্ডে

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্য়ামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, নীতীশ রানা, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, শুভম দুবে, জোফ্রা আর্চার, ওয়ানিন্দু হাসারঙ্গা/মহেশ থিকসানা, সন্দীপ শর্মা, ফজলহক ফারুকি
ইমপ্যাক্ট অপশন-তুষার দেশপান্ডে/আকাশ মাধওয়াল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − one =