কলকাতা : ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তান দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারেনি। দীর্ঘ নিরাপত্তা সংকটের পথ পেরিয়ে ২৯ বছর পর পাকিস্তান বড় কোনও আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে।
বুধবার ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। ৯ মার্চ পর্যন্ত চলবে এবারের আসর। যা দেশটির ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাকিস্তানে খেলতে অস্বীকৃতি ও নিরাপত্তা চ্যালেঞ্জ শঙ্কার মেঘও তৈরি করেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও দেশটির সরকার এই আয়োজনকে সফল করতে চেষ্টা করছে। প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, ‘বিশ্বকে বোঝানো কঠিন ছিল যে, পাকিস্তান এখন নিরাপদ এবং এমন বড় টুর্নামেন্ট আয়োজনের সামর্থ্য রাখে। তবে আমরা সেটা প্রমাণ করতে পেরেছি।’