মিউনিখ : শুরুতে গোল খেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল বায়ার্ন মিউনিখ। দাপুটে পারফরম্যান্স দেখিয়ে শাখতার দোনেৎস্ককে উড়িয়ে দিল ভিনসেন্ট কোম্পানির দল।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ৫-১ গোলে জিতেছে ৬ বারের ইউরোপ চ্যাম্পিয়নসরা।চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় পেল তাঁরা ।
ম্যাচের ৫ মিনিটে গোল হজম করে বায়ার্ন মিউনিখ। গোল করেন কেভিনl মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো থ্রু থেকে বল ধরে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন কেভিন।
সমতা ফেরান কনরাড লাইমার ১১ মিনিটে। বক্সের বাইরে থেকে শাখতারের ডান পায়ের শটে জালে বল পাঠান অস্ট্রিয়ান মিডফিল্ডার লাইমার।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন মুলার। বক্সে মুসিয়ালার পাস পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন
টমাস মুলার। এরপর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ওলিসে। এর মাঝে গোল করেন জামাল মুসিয়ালা।
চলতি আসরে ৬ ম্যাচে এটি বায়ার্নের চতুর্থ জয়। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৮ স্থানে আছে বায়ার্ন। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছে শাখতার।