কলকাতা : “আপনি খুবই ক্ষমতাশালী। আপনি আমাদের নির্দেশকে চ্যালেঞ্জ করছেন। বাড়িতে শান্তিতে থাকুন। না হলে বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব।’’
আর জি কর হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে গত সোমবার ইস্তফা দিয়েছিলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার পর তাঁকে অন্য হাসপাতালে নিযুক্ত করা হয়। মঙ্গলবার হাই কোর্ট তাঁকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দেয়। শুক্রবারের শুনানি চলাকালীন তাঁর উদ্দেশআইনজীবীকে প্রধান বিচারপতি ওপরের মন্তব্য করেন।
তাঁর আইনজীবী আদালতে নিরাপত্তার দাবি জানিয়ে বলেন, ‘‘আমার মক্কেলকে নিরাপত্তা দেওয়া হোক। সিবিআইয়ের সঙ্গে আমরা সহযোগিতা করেছি। রাজ্য বা কেন্দ্রীয় বাহিনী, যে কোনও সংস্থাকে নিরাপত্তা দিতে নির্দেশ দিক আদালত।’’
পুলিশি নিরাপত্তার সঙ্গে দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপবাবু। দ্রুত শুনানির আর্জি খারিজ করে সোমবার ফের আবেদন করার কথা জানায় আদালত।
আদালত বলে, ‘‘আপনি চাইলে পুলিশের কাছেই নিরাপত্তা পাবেন। যদি তা না পান পরে আমাদের বলতে পারেন। সবটাই আমাদের প্রাথমিক পর্যবেক্ষণ। আপনি চিন্তা করবেন না।”