আইএসএলে সেঞ্চুরি ম্যাচ, হায়দরাবাদে হ্যাটট্রিক মোহনবাগানের

ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের শততম ম্যাচ। স্মরণীয় করে রাখল সবুজ মেরুন ব্রিগেড। মরসুমের শুরুর দিকে কিছুটা হোঁচট খেয়েছে। সেই অর্থে মোহনবাগানের মতো ধারাবাহিকতা ছিল না। তবে কলকাতা মিনি ডার্বি এবং বড় ম্যাচে জয়ের পর টিমের ছন্দ পুরোপুরি বদলে গিয়েছে। এ দিন সেঞ্চুরি ম্যাচে জিতে টানা তিন জয় মোহনবাগানের। সেঞ্চুরি ম্যাচে হায়দরাবাদে হ্যাটট্রিক। হায়দরাবাদ এফসিকে ২-০ ব্যবধানে হারাল মোহনবাগান। গত বারের লিগ শিল্ড জয়ী মোহনবাগান এ বারও ‘সুপার জায়ান্ট’ হয়ে উঠছে।

ছন্দে ছিল হায়দরাবাদ এফসিও। গত ম্যাচে কলকাতার মহমেডান স্পোর্টিংকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল তারা। ম্যাচের ১৫ মিনিটেই তিন গোল করেছিল হায়দরাবাদ। ঘরের মাঠে মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে শুরু থেকেই ব্যাকফুটে। মুম্বই সিটি এফসি থেকে এ মরসুমে মোহনবাগানে সই করা গ্রেগ স্টুয়ার্ট ক্রমশ গ্রেট স্টুয়ার্ট হয়ে উঠছেন। গোল করছেন, করাচ্ছেনও। এ দিনও তার অন্যথা হল না।

ম্যাচের ৩৭ মিনিটেই মোহনবাগানকে এগিয়ে দেন মনবীর সিং। অনিরুদ্ধ থাপার পাস থেকে হায়দরাবাদ ডিফেন্সকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশ মনবীরের। ১-০ লিড নিয়েই বিরতিতে মোহনবাগান। দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত ফুটবল। স্কোরলাইন শেষ অবধি ২-০ হলেও সুযোগ আরও তৈরি হয়েছে। ম্যাচের ৫৫ মিনিটে মোহনবাগানের স্কোরলাইন ২-০ করেন ক্যাপ্টেন শুভাশিস বোস। অ্যাসিস্ট গ্রেগ স্টুয়ার্টের।

গ্রেগকে সেট পিস স্পেশালিস্টও বলা হচ্ছে। ৫৫ মিনিটি হায়দরাবাদ বক্সের বাইরে থেকে মাপা ফ্রি-কিক, হেডে গোল করেন ক্যাপ্টেন শুভাশিস বোস। এ বারের আইএসএলে মোহনবাগান ক্যাপ্টেনের তৃতীয় গোল। শেষ অবধি ২-০ স্কোরলাইনই থাকে। হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =