সুপ্রিম রায়, কেন্দ্রের দায়িত্ব সবার কাছে খাবার পৌঁছে দেওয়া

নয়া দিল্লি: সম্প্রতি প্রকাশিত বিশ্ব ক্ষুধা সূচকে শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, পাকিস্তানের চেয়েও নিচে অবস্থান ভারতের! দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে একমাত্র তালিবান শাসিত আফগানিস্তান রয়েছে ভারতের নিচে। ২০২১ সালের তুলনায় তালিকায় আরও নিচে নেমে গিয়েছে নয়াদিল্লি। গতবারের ১০১ নম্বর অবস্থান থেকে নেমে ভারত এখন ১২১টি দেশের মধ্যে ১০৭ নম্বরে। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, দেশের সব মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। কেউ যেন খালি পেটে না থাকেন তা নিশ্চিত করতে হবে কেন্দ্রকেই। এদিন যে মামলার প্রেক্ষিতে এমন নির্দেশ দেয় শীর্ষ আদালত তা দায়ের করেছিলেন তিন সমাজকর্মী অঞ্জলি ভরদ্বাজ, হর্ষ মান্দার ও জগদীপ ছোকর। তাঁদের দাবি, কেন্দ্র বলছে সাম্প্রতিক সময়ে ভারতীয়দের রোজগার বাড়ছে। অথচ বিশ্ব ক্ষুধা সূচকে দেশ ক্রমেই পিছিয়ে পড়ছে। সেই মামলাতেই এই মন্তব্য সুপ্রিম কোর্টের।

প্রসঙ্গত, কোভিড অতিমারির আবহে দেশের পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি এমআর শাহ ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চ এমটাই জানিয়েছিল। বিচারপতিদের বেঞ্চের মন্তব্য, ‘কেন্দ্রের কর্তব্য জাতীয় খাদ্য নিরাপত্তা আইন মেনে দেশের শেষ মানুষটির কাছেও খাদ্যের দানা পৌঁছে দেওয়া। কেন্দ্র কিছু করছে না, এমন দাবি আমরা করছি না। কোভিডকালে দেশের সরকার সমস্ত মানুষের কাছে খাদ্য পৌঁছে দিয়েছে। কিন্তু আমরা চাই এই বিষয়টা ক্রমান্বয়ে চলতেই থাকুক।কারণ, কোনও মানুষ যেন খালি পেটে না শুতে যায় রাতে, এটা নিশ্চিত করাই তো আমাদের সংস্কৃতি।’ আদালত সূত্র খবর, আগামী ৮ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + fourteen =