কলকাতা : মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে ছাড়পত্র দিল কেন্দ্র সরকার। বিধানসভায় মুখ্যমন্ত্রী নিজেই তা জানিয়েছেন সাংবাদিকদের।
চা – চক্রের ফাঁকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে বুধবার বলেন, বিদেশ সফরের জন্য অবশেষে ছাড়পত্র মিলেছে কেন্দ্রীয় সরকারের।
উল্লেখ্য, সর্বশেষ সংযোজন, মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী চলতি মাসের ২১ তারিখের পরিবর্তে ২২ তারিখ রাতের দিকে বিদেশ যাচ্ছেন তিনি এবং এক সপ্তাহের এই সফরের পর ২৯ তারিখ তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গেছে।