ভোটের দিন রিজার্ভে বসেই সময় কাটাল কেন্দ্রীয় বাহিনী, রক্তাক্ত হল আরামবাগ

হুগলি: ভোটের নামে চলল গ্রাম জুড়ে তাণ্ডব। চলল গুলি, পড়ল বোম। রাজনৈতিক ভাবে উত্তপ্ত হয়ে উঠল হুগলি জেলার আরামবাগের প্রতিটি বুথ। খেলা হবে স্লোগানকে বাস্তবায়িত করতে চলল দেদার ছাপ্পা। বুথ দখল। ব্যালট বক্স ভাসল জলে। গুলি ও বোমার আঘাতে আরামবাগে গুরুতর জখম হলেন মোট পাঁচজন। এই সব আটকাতে হাইকোটের নির্দেশে রাজ্য এসেছিল কেন্দ্রীয় বাহিনী। সময়মতো প্রতিটি মহকুমাতে কেন্দ্রীয় বাহিনী এল। কিন্তু ভোটের দিন উধাও কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের কিছু অসাধু অসাধু যোগসাজসে কেন্দ্রীয় বাহিনীকে নিদিষ্ট জায়গায় রিজার্ভ করে রাখা হল, এমনটাই অভিযোগ করছে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে এলাকার মানুষ। এদিন আরামবাগ মহকুমার প্রায় প্রতিটি বুথে কোনও কেন্দ্রীয় বাহিনী দেখা যায়নি। কেবল একজন করে রাজ্য পুলিশ ও একজন বা দু’জন করে সিভিক ভলান্টিয়ার। এই জন্যই সারা মহকুমা জুড়ে চলে ভোটের নামে প্রহসন। এদিন আরামবাগ মহকুমার পুরশুড়া ব্লকের পশ্চিমপাড়া এলাকায় ও আরামবাগের কালীপুর স্পোর্টস কমপ্লেক্সে কেন্দ্রীয় বাহিনীকে ভোটের দিন ভালো খাবার দিয়ে রিজার্ভ করে রাখা হয়। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দিকেই হতচকিত হয়ে যায় কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তাদের কিছু করার নেই। ভোটে যদি তাদের কাজে লাগানো না হয় তাহলে তারা কি করবে। আরামবাগে ভোটের দিন রক্তাক্ত হল বহু মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =