পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে করার লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছল আরামবাগে

হুগলি: বাংলার আসন্ন পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই সারা রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় শাসক ও বিরোধী দলের মধ্যে বিভিন্ন জায়গায় সংঘর্ষ শুরু হয়। রাজনৈতিক কারণে প্রায় ছয় জন খুন হয়। এরপরই পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে করার জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি জানায় বিরোধী থেকে শুরু করে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। অবশেষে আদালতের রায় মেনে রাজ্য এল কেন্দ্রীয় বাহিনী। এদিন হুগলি জেলার অন্যতম স্পর্শকাতর এলাকা আরামবাগে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে। আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ে স্পোর্টস কমপ্লেক্স মাঠে কেন্দ্রীয় বাহিনী নামে। আসন্ন পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে করার জন্য কমিশন কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল কেন্দ্র সরকারের কাছে। সেইমতো এদিন আরামবাগে এল কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল। প্রাথমিকভাবে ২২ কোম্পানি চাওয়া হয়েছিল কেন্দ্রের কাছে। পরে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয় রাজ্য নির্বাচন কমিশনের তরফে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর করা মামলায় হাইকোর্ট বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করলেও সুপ্রিম কোর্টও কেন্দ্রীয় বাহিনীর ওপরেই ভরসা রাখার কথা বলে। আদালতের নির্দেশেই ৮২২ কোম্পানি বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এদিন আরামবাগে কেন্দ্রীয় বাহিনী আসা প্রসঙ্গে সহকারী কমান্ডার নাগেরশ্বর দাশ বলেন, ৮ তারিখ পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য কেন্দ্র বাহিনী এসেছে। আরামবাগে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হয়। সবমিলিয়ে আরামবাগে কেন্দ্রীয় বাহিনী আসায় খুশি এলাকার সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 8 =