ইন্দাসের প্রত্যন্ত গ্রামে কেন্দ্রীয় বাহিনীর টহল

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: ভোটারদের অভয়বাণী প্রদান করতে শোনা গেল মোটা বুটের আওয়াজ, চলল ইন্দাসের প্রত্যন্ত গ্রামগুলিতে বাহিনীর টহল। লোকসভা ভোটের দিনক্ষণ ঠিক না হলেও ভোটের ঢাকে কাঠি পড়েছে তা বলাই বাহুল্য। ভোটারদের নিরাপত্তা প্রদান করতে এবং ভোট দিতে উৎসাহিত করতে ইন্দাস ব্লকের প্রত্যন্ত একটি এলাকার আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামে উপস্থিত হয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে চলছে টহল। শোনা গেল কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের ঠক ঠক আওয়াজ।
যদিও এলাকায় ভোটের সময় শান্তি বজায় থাকে বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের, তবুও লোকসভা ভোটের পূর্বে এইভাবে কেন্দ্রীয় বাহিনীর টহল তার পাশাপাশি স্থানীয় ভোটারদের আশ্বস্ত করা অনেকটা ভরসা জোগাচ্ছে বলে দাবি তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =