স্কুলে কেন্দ্রীয় বাহিনী, পঠনপাঠন শিকেয় ওঠার অভিযোগ

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: ভোট মিটলেও এখনও বিদ্যালয়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। যার ফলে বিদ্যালয়ের পঠনপাঠন শিকেয় উঠেছে বলে অভিযোগ।
গত ১১ তারিখ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং ভোট পরবর্তী হিংসার কথা মাথায় রেখে হাইকোর্টের নির্দেশে এখনও রাজ্যে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীদের থাকার জন্য সুবন্দোবস্ত করা হয়েছে ইন্দাস ব্লকের আকুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে, যেখানে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এ পর্যন্ত সবই ঠিক ছিল, তবে অভিভাবকদের দাবি, বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী থাকাতে বন্ধ রয়েছে বিদ্যালয়ের পঠনপাঠন সমস্যায় ছাত্রছাত্রীরা। স্বাভাবিকভাবেই বিদ্যালয়ের পঠনপাঠন বন্ধ থাকায় ফলে চরম সমস্যায় পড়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কেননা সামনেই ইউনিট টেস্ট রয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকার কারণে পরীক্ষার ক্ষেত্রে যেমন সমস্যায় পড়তে হবে ছাত্রছাত্রীদের, তেমনই পড়াশোনার দিক থেকেও অনেকটা পিছিয়ে পড়তে হবে।
নীলকান্ত দাস নামে এক অভিভাবক দাবি করেন, করোনার সময় দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। আবার ভোটের জন্য প্রায় একমাস ধরে বন্ধ স্কুল। ছেলেমেয়েদের মধ্যে পড়াশোনার এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে। সিলেবাস শেষ হচ্ছে না, চরম সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের । প্রশাসনের কাছে অনুরোধ এই এলাকায় কোনও অশান্তি নেই, তাই কেন্দ্রীয় বাহিনীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক এবং দ্রুত বিদ্যালয়ের পঠনপাঠন শুরু করানো হোক। আকুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র বলে, ‘বিদ্যালয় বন্ধ থাকার কারণে সিলেবাস শেষ হচ্ছে না। ফলে আমাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। তাই দ্রুত বিদ্যালয়ে পঠনপাঠন শুরু হোক।’
আকুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ দোলুই বলেন, ‘ভোটের জন্য গত ৬ তারিখ থেকে বিদ্যালয়ের পঠনপাঠন সম্পূর্ণ বন্ধ রয়েছে। সামনেই ইউনিট টেস্ট, আগামী দিনে কতটা সিলেবাস শেষ করা যাবে তাই নিয়ে সকলেই চিন্তিত। আমরা প্রত্যেকেই চাইছি, এই পরিস্থিতিতে দ্রুত বিদ্যালয়ের পঠনপাঠন শুরু করা হোক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + eighteen =