দীপাবলিতে রেলকর্মীদের ৭৮ দিনের বোনাস দেবে কেন্দ্র, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রিসভার

উৎসবের মরসুমেই রেলের কর্মীদের জন্য সুখবর। ২১-২২ অর্থবর্ষের জন্য রেলওয়ে কর্মীদের ৭৮ দিনের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (PLB) দেওয়া হবে। এই মর্মে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, রেলওয়ের প্রায় ১১.২৭ লক্ষ নন-গেজেটেড কর্মীদের এই বোনাস দেওয়া হয়েছে।

রেলের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, প্রায় ১২ লক্ষ নন গেজেটেড রেলকর্মী এই বোনাসের দ্বারা উপকৃত হবেন। প্রত্যেক রেলকর্মী ৭৮ দিনের বেতনের ভিত্তিতে সর্বোচ্চ প্রায় ১৭ হাজার ৯৫১ টাকা করে পাবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিকে এই বোনাস দিতে রেলের মোট ১,৮৩২ কোটি টাকা খরচ হবে। এর আগেও এই বোনাস দেওয়া হত রেলের তরফে। তবে আগে তা ৭২ দিনের হিসেবে দেওয়া হত। এখন যা ৭৮ দিনের ভিত্তিতে দেওয়া হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তে উৎসবের মরশুমে উপকৃত হবেন দেশের সমস্ত নন গেজেটেড রেল কর্মীরা। তবে এর মধ্যে আরপিএফ বা আরপিএসএফ কর্মীদের বিবেচনা করা হচ্ছে না।

এ দিন মন্ত্রিসভার বৈঠকে তেল সংস্থাগুলোকেও স্বস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী অনুরাগ জানিয়েছেন, গত দু’বছর ধরে পেট্রোলিয়াম সংস্থাগুলো রান্নার গ্যাস বেশি দামে কিনে কম দামে বিক্রি করছে। এর ফলে তাদের লোকসানের মুখ দেখতে হয়েছে। সেই লোকসানের ক্ষতিপূরণ হিসাবে মন্ত্রিসভা ২২ হাজার কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + two =