কেন্দ্রের উচিত আঞ্চলিক সিনেমার ক্ষেত্রে ট্যাক্স ফ্রি করে দেওয়া, সাঁওতাল ফিল্ম ফেস্টিভ্যালে বললেন শত্রুঘ্ন সিন্হা 

বুবুন মুখোপাধ্যায়

কেন্দ্র সরকারের উচিত আঞ্চলিক সিনেমার ক্ষেত্রে ট্যাক্স ফ্রি করে দেওয়া। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন আমরা এমনই নীতি-নিয়ম এনেছিলাম। এখন সেই নিয়ম নীতি তুলে দেওয়া হয়েছে। আসানসোলে সাঁওতাল ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে বললেন অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিন্হা। আসানসোলে সাঁওতালি ভাষায় একাধিক সিনেমা অংশ নেওয়া শিল্পীদের সংবর্ধনা ও সম্মান জানানোর জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসানসোল রবীন্দ্র ভবনে হওয়া ‘সাঁওতাল ফিল্ম ফেস্টিভ্যাল’ নামে অনুষ্ঠানের উদ্যোক্তা ‘অল ইন্ডিয়া সাঁওতাল পিকচার্স অ্যাসোসিয়েশন । এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদ্যোক্তাদের তরফে শিল্পীদের স্মারক তুলে দেন আসানসোলের সাংসদ বর্ষীয়ান বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিন্হা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, কাউন্সিলর গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, প্রবোধ রায় ওরফে ক্যাপ্টেন সহ অন্যরা। অনুষ্ঠানে শত্রুঘ্ন সিন্হা বলেন, সাঁওতালি ভাষার মতো এমন যেসব প্রচলিত ভাষা আছে, সেইসব ভাষায় যারা ছবি বা চলচ্চিত্র করেন, কেন্দ্রীয় সরকারের উচিত তাদের আলাদা করে আর্থিকভাবে সহযোগিতা করা। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ভাষাভাষী সংস্কৃতি কর্মীদের নানা ধরনের অ্যাকাডেমি করে দিয়েছেন। চলচ্চিত্র শিল্পীদের জন্য নানা ভাবে সহযোগিতা করছেন। কেন্দ্রীয় সরকার উচিত এঁদের ছবিগুলো ক্ষেত্রে ট্যাক্স ফ্রি করার ব্যবস্থা করা। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন আমরা কিন্তু এরকম নীতি-নিয়ম এনেছিলাম। তিনি বলেন, আমি প্রায় আড়াইশো সিনেমা করেছি। তাই সিনেমা ও শিল্পীদের গুরুত্ব বা শিল্পকে বাঁচিয়ে রাখার তাগিদ আমি বুঝি। এদিনের এই অনুষ্ঠানে শিল্পীদের সঙ্গে তিনি পরিচয় স্থাপন করেন এবং তাদের পাশে থাকার কথাও বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =