কলকাতা : দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তির বিক্রির পর এবার ওয়াকফ সম্পত্তি বেসরকারি শিল্পপতিদের হাতে তুলে দিতে চায় কেন্দ্রের বিজেপি সরকার—সোমবার এই অভিযোগ তুললেন কলকাতা পৌরসংস্থার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম।
সোমবার কলকাতা পৌরসংস্থায় দেশের প্রথম শিক্ষামন্ত্রী মওলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজাদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মেয়র। সেখানে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ উদ্যান দেবাশীষ কুমার, অসীম বসু ও স্থানীয় কাউন্সিলর প্রিয়াঙ্কা সাহা।
অনুষ্ঠানে ফিরহাদ হাকিম কেন্দ্রীয় সরকারের শিক্ষা ও সম্পত্তি নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বিজেপি সরকার ওয়াকফ সম্পত্তিকে বেসরকারি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে, যা সম্পূর্ণভাবে মুসলিম সম্প্রদায়ের জন্য ক্ষতিকারক হবে। তিনি জানান, ‘‘দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রির পর এবার ধর্মীয় সম্প্রদায়ের সম্পত্তির দিকেও হাত বাড়িয়েছে কেন্দ্র।’’
এছাড়া কেন্দ্রীয় সরকারের বর্তমান শিক্ষানীতি নিয়েও সমালোচনা করেন মেয়র। মওলানা আবুল কালাম আজাদের শিক্ষাব্যবস্থার আদর্শকে স্মরণ করে হাকিম বলেন, ‘‘আজাদের শিক্ষানীতি ছিল দেশের শিক্ষার উন্নয়নের জন্য; কিন্তু কেন্দ্রীয় সরকারের ভুল শিক্ষানীতির কারণে দেশের শিক্ষাব্যবস্থা আজ হুমকির মুখে দাঁড়িয়েছে।’’
এদিন কাদম্বিনী দেবীর মৃত্যুর ঘটনার তদন্ত নিয়ে চলমান সিবিআই ও কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে আলোচনায়, ফিরহাদ হাকিম কটাক্ষ করে বলেন, ‘‘সিবিআই তদন্ত দাবি করা কিছু পক্ষ এখন মুখ থুবড়ে পড়েছে। কলকাতা পুলিশের ওপর আস্থা না রেখে হাইকোর্টের কিছু বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দোষীদের শাস্তি হবেই।’’
এছাড়া এসএসকেএম হাসপাতালে রেফারেল পদ্ধতির সমস্যা নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেন মেয়র। তার মতে, সঠিক পদ্ধতি মেনে রোগীর পরিবারের সেই হাসপাতালে অপেক্ষা করা উচিত ছিল, যাতে অযথা হাসপাতাল বদল করতে না হয়।
সম্প্রতি কলকাতা থেকে নিউ টাউন পর্যন্ত ভেজাল পানীয় জল সরবরাহের অভিযোগ ওঠায় ফিরহাদ হাকিম বলেন, ‘‘মানুষের স্বাস্থ্য নিয়ে এ ধরনের প্রতারণা মেনে নেওয়া যায় না। পুলিশ অবশ্যই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’’
অন্যদিকে, মওলানা আবুল কালাম আজাদের শিক্ষা ও সাম্প্রদায়িক ঐক্যের জন্য অবদানের কথা তুলে ধরে মেয়র বলেন, ‘‘আজাদের শিক্ষানীতি এখনও দেশবাসীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।’’