বিশ্বের অন্যতম ভরসাযোগ্য ডিজিটাল আইডেন্টিফিকেশন হল, আধার। বিশ্বের সেই সবচেয়ে বিশ্বস্ত ডিজিটাল নম্বরের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছে গ্লোবাল রেটিং সংস্থা, মুডিজ। এবার মুডিজ-এর সেই দাবিকে ভিত্তিহীন বলে বিবৃতি দিল ভারত সরকার।
কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আধার হল, বিশ্বের সবচেয়ে ভরসাযোগ্য ডিজিটাল আইডি। মুডিজ ইনভেস্টর সার্ভিসের ধারণা ভিত্তিহীন। কোনও প্রমাণ বা ভিত্তি ছাড়াই বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত ডিজিটাল আইডি, আধারের বিরুদ্ধে রিপোর্টটি করা হয়েছে। কর্তৃপক্ষের কাছ থেকে উত্থাপিত সমস্যাগুলির বিষয়ে সত্যতা যাচাই করার কোনও চেষ্টা করা হয়নি।
আধার সিস্টেমের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। এর জবাবে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়, সংসদেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত আধারের তথ্য ফাঁসের কোনও খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক নিরাপত্তা এবং গোপনীয়তা মান অনুযায়ী গোটা সিস্টেমটি করা হয়েছে।