অন্যভাবে তৃণমূল নেতার নাতির জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদন, অণ্ডাল: নাতির জন্মদিনে দুঃস্থ পরিবারের শিশুদের জন্য অনন্য আয়োজন করলেন তৃণমূল নেতা তথা উখড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্মরণ সাইগল।
রবিবার স্মরণবাবুর নাতি ঋষভ পাঁচ বছরে পড়ল। সেই পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে শংকরপুর মোড়ে নিজের বাসভবনেই এদিন জন্মদিনের অনুষ্ঠানটি হয়। অতিথি হিসাবে দুপুরে আমন্ত্রিত ছিল এলাকার দুঃস্থ পরিবারের প্রায় ২৫০জন শিশু। আমন্ত্রিত শিশুদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটে ছোট্ট ঋষভ। তারপর শুরু হয় এলাকার দুঃস্থ পরিবারের শিশুদের ভুড়িভোজের আয়োজন। শুরু হয় খাওয়া দাওয়ার পালা। দুপুরের খাবারে ছিল ভাত, ভেজ ডাল, মিক্স সবজির সঙ্গে মাছ, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিমও। খাওয়া শেষে প্রত্যেক শিশুর হাতে প্যাকেট বন্দি উপহার তুলে দেয় ছোট্ট ঋষভ। তৃণমূল নেতা তথা উখড়া পঞ্চায়েতের উপপ্রধানের এই উদ্যোগকে এলাকার অনেকেই সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =