সিবিআইয়ের নজরে আর্মান ট্রেডিংয়ের শাড়ি ব্যবসা

সিবিআইয়ের নজরে আর্মান ট্রেডিংয়ের নামে শাড়ি ব্যবসা, লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে এই ব্যবসায়। ফলে ইডি ও সিবিআই-এর আতস কাচের নিচে গোপাল-হৈমন্তী। এদিকে গোপাল নিজে স্বীকার করে নিয়েছেন নাম বদলে তিনি হন আর্মান। আর পরে এই আর্মান নামেই গোপাল দলপতি একাধিক ব্যবসাও শুরু করেছিলেন বলে সিবিআই সূত্রে খবর। নিয়োগ দুর্নীতিতে তাঁর ভূমিকা ঠিক কী ছিল, তা জানতে যেমন তৎপর হয়েছে কেন্দ্রীয় সংস্থা, এরই পাশাপাশি সিবিআই নজরে রাখছে গোপালের সংস্থা আর্মান ট্রেডিং-এর ওপরেও। সিবিআই সূত্রে খবর, বছর কয়েক আগে নাকি বড়বাজারে শাড়ির ব্যবসা শুরু করেন গোপাল। এই সংস্থার নাম ছিল আর্মান ট্রেডিং। সূত্রের খবর, গোপালের শাড়ি ব্যবসা ‘আর্মান ট্রেডিং’-এর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেনের হদিশ মিলেছে।‘আর্মান ট্রেডিং’ থেকে টাকা যেত হৈমন্তীর সংস্থা ‘হৈমন্তী অ্যাগ্রো’-তে, এমনটাও মনে করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিরা। আর এখানেই প্রশ্ন উঠছে, কেন অত মোটা টাকার লেনদেন হত তা নিয়ে। পাশাপাশি এ প্রশ্নও উঠছে,  শুধুমাত্র শাড়ি ব্যবসায় অত টাকার লেনদেন হওয়া আদৌ সম্ভব কি না তা নিয়েও। সঙ্গে এ প্রশ্নও উঠেছে, বিচ্ছেদের পরও গোপাল-হৈমন্তীর যোগাযোগ ছিল কি না তা নিয়েও। আর এখানেই সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের ধারনা, শাড়ি ব্যবসার নামে চলত  বড় অঙ্কের লেনদেন। আর এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু হবে গোপাল দলপতি কলকাতায় ফিরলেই। এই প্রসঙ্গে সিবিআইয়ের তরফ থেকে এও জানা গেছে ২ মার্চ কলকাতায় ফিরছেন গোপাল দলপতি।

সিবিআই সূত্রে এ খবরও মিলছে বর্তমানে দিল্লিতে রয়েছেন গোপাল দলপতি।এদিকে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ বারবার তাঁর নাম নিয়েছেন। এদিকে কুন্তলের মুখে শোনা গেছে উঠে এসেছে গোপালের দ্বিতীয় স্ত্রী হৈমন্তীর নামও। সেই কারণেই ইডি ও সিবিআই-এর নজরে গোপাল-হৈমন্তী এবং তাঁদের কর্মকাণ্ড থেকে শুরু করে আর্থিক লেনদেনের ঘটনাও। এই সব ঘটনার কিছুটা হলেও হদিশ মিলবে ২ মার্চ গোপাল কলকাতায় ফেরার পরই । কারণ,সিবিআইয়ের সূত্র থেকে যা জানা যাচ্ছে তাতে কলকাতায় ফিরেই নিজাম প্যালেসে সিবিআই-এর মুখোমুখি হবেন তিনি। সেখানেই এই সব বিষয়ে তাঁকে প্রশ্ন করা হতে পারে। গোপালের আয়, আয়ের উৎস, সবটাই জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − eleven =