কলকাতা : আর জি কর কাণ্ডের দোষী সঞ্জয় রায়ের মামলা গ্রহণ করল কলকাতা হাই কোর্ট। আদালতে তিনি বেকসুর খালাসের আবেদন করেছিলেন। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানায়, সিবিআইয়ের দায়ের করা মামলার সঙ্গে এই মামলাটিও জুড়ে শুনানি হবে। আগামী সেপ্টেম্বর মাসে পরবর্তী শুনানি।
এই সঙ্গে বুধবার হাই কোর্ট জানায়, নির্যাতিতার পরিবার চাইলে এই মামলায় আদালতকে সহযোগিতা করতে পারবে। সঞ্জয়ের আইনজীবী কৌশিক গুপ্তের বক্তব্য, কিছু সাক্ষ্যপ্রমাণের উপর নির্ভর করে অভিযোগ প্রমাণিত হয় না। তাঁর মক্কেলকে বেকসুর খালাস দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে।
আর জি কর কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ড দেয় শিয়ালদহ আদালত। নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দোষীর মৃত্যুদণ্ডের জন্য আবেদন করেছে। এমতাবস্থায় বেকসুর খালাস চেয়ে হাই কোর্টে পাল্টা মামলা দায়ের করেন সঞ্জয়।

