নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যশিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ কর্তাকে তলব সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পেয়ে এদিন নিজাম প্যালেসে হাজির হন মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থপ্রতিম চট্টোপাধ্যায়। নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে শনিবার নিজাম প্যালেসে তলব করা হয়। এই তলব পেয়েই এদিন সকালে নিজাম প্যালেসে পৌঁছে যান মধ্যশিক্ষা পর্ষদের এই কর্তা। সেখানে ১৫ তলায় অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের যে অফিস রয়েছে সেথানেই সিবিআই কর্তাদের মুখোমুখি হন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে এই আধিকারিককে এই জিজ্ঞাসাবাদ পর্ব।
এখানে বলে রাখা শ্রেয়, নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আগে প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই। বেআইনি নিয়োগের পিছনে কারা ছিল, জেরার মুখে কল্যাণময়ের কাছে তা জানতে চাওয়া হয়। এমনকী নিয়ম বহির্ভূত নিয়োগের ক্ষেত্রে আধিকারিকদের কী ভূমিকা ছিল, প্রাক্তন পর্ষদ সভাপতির কাছে তাও জানতে চায় সিবিআই।তাঁর বয়ানের উপর ভিত্তিতে করে ডেপুটি সেক্রেটারিকে তলব করা হয় বলে সিবিআই সূত্রে খবর। সিবিআই সূত্রে খবর, কোন পদ্ধতিতে বেআইনিভাবে নিয়োগ হত, পর্ষদ আধিকারিকের কাছে সেই বিষয় জানতে চাইতে পারেন গোয়েন্দারা।