প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে সিবিআই তল্লাশি

কলকাতা: ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই এই তদন্ত এগিয়ে নিয়ে যাবে।’ প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। শুক্রবার ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে স্পষ্ট করে দেওয়া হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই এই তদন্ত এগিয়ে নিয়ে যাবে। আদালতের নির্দেশের পরই এদিন আরও তৎপর হয়ে ওঠে সিবিআই।বিকেলে ফের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যায় সিবিআই আধিকারিকরা। বিকেলে তিন জন আধিকারিক যান সেখানে। একজন ডেটা বিশেষজ্ঞও ছিলেন। সিবিআই সূত্র মারফত খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের সার্ভার রুম থেকে বেশ কিছু ডেটা সংগ্রহ করেছেন তদন্তাকারীরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার প্রায় সাড়ে চার ঘণ্টা সিবিআইয়ের তিন সদস্যের তদন্তকারী দল প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে তল্লাশি চালায়। সূত্রের খবর, তল্লাশিতে বেশ কিছু তথ্য উঠে এসেছে। একইসঙ্গে নথিও পেয়েছেন তদন্তকারীরা। এদিন তদন্ত সেরে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সিবিআই পর্ষদের অফিস থেকে বেরিয়ে যায়।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জেল হেপাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেপ্তার হয়েছেন এসএসসি  নিয়োগের উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা ও কমিটির প্রাক্তন সদস্য অশোক সাহা। লুক আউট নোটিস জারি হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের নামেও। এই পরিস্থিতিতে তদন্তে গতি বাড়াতে দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ, তল্লাশি।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =