সায়গল হোসেনের বোলপুরের বাড়িতে সিবিআই হানা 

বীরভূম: অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের বাড়িতে সিবিআই হানা। গোরু পাচার কাণ্ডে তাকে হেপাজতে নিয়ে জেরার পর তার বোলপুরে ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে সিবিআই অফিসারেরা। এই ফ্ল্যাটের বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। ফ্ল্যাট থেকে উদ্ধার বেশকিছু নথি। ব্যাংকের দুই আধিকারিককে সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছে সিবিআই। দীর্ঘ জেরার পর ৯ জুন গোরু পাচার কাণ্ডে তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেপ্তার করেছে সিবিআই। তাকে হেপাজতেও নিয়েছে। হেপাজতে জেরার পর সায়গল হোসেনের মুর্শিদাবাদের ডোমকল, কলকাতার নিউটাউনের বাড়িতে হানা দেয় সিবিআই। মেলে একাধিক নথি, সোনার গয়না সহ সম্পত্তির হিসাব। অনুব্রতর দেহরক্ষীর সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ সিবিআই অফিসারদের।
এবার বোলপুরের বাইপাসের ধারে সায়গল হোসেনের ফ্ল্যাটে হানা দিল ৫ সদস্যের সিবিআইয়ের প্রতিনিধি দল। জানা গিয়েছে, এই ফ্ল্যাটের বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। এই বাড়িতে তল্লাশি চালিয়ে বহু নথি হাতে এল সিবিআই অফিসারদের। গোরু পাচার কাণ্ডে অন্যতম সূত্র এই সায়গল হোসেন বলে মনে করছে সিবিআই। ভারতীয় স্টেট ব্যাংকের দুই অফিসারকে সঙ্গে নিয়ে সায়গল হোসেনের বাড়িতে তল্লাশি করেছেন সিবিআই আধিকারিকেরা সেই সময় সায়গলের পরিবারের কয়েকজন তাদের সঙ্গে ছিলেন বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =