কলকাতা : ব্যাঙ্ক প্রতারণার মামলায় দক্ষিণ কলকাতার আলিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল সিবিআই।
সূত্রের খবর, প্রথমে আলিপুরের নিউ রোডে এক ব্যবসায়ীর বাড়িতে এবং অফিসে হানা দিয়ে কাউকে না পেয়ে পরে আলিপুরেরই আর একটি বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা।
সিবিআই সূত্রের খবর, হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার একটি মামলায় এই অভিযান। তদন্তের স্বার্থে প্রথমে আলিপুরের নিউ রোডের একটি আবাসনে যান তদন্তকারীরা। কিন্তু সেখানে অভিযুক্ত ব্যবসায়ীকে না পেয়ে আলিপুর অ্যাভিনিউয়ের একটি বাড়িতে গিয়েছেন তাঁরা। পাশাপাশি, কলকাতার আরও একাধিক জায়গায় তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে।

