আবারও বীরভূমের বোলপুরের শিবশম্ভু চালকলে হানা দিল সিবিআই। বুধবার সকালে ওই চালকলে যান সিবিআই (CBI) আধিকারিকরা।
সিবিআই সূত্রে খবর, মিল সংক্রান্ত সমস্ত নথি নিয়ে বর্তমান ম্যানেজারকে রতনকুঠিতে দেখা করার নোটিস দেওয়া হয়েছে। পাশাপাশি, নানুরের অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রারের (এডিএসআর) অফিস থেকেও ওই এলাকায় কয়েকটি জমি কেনাবেচা সংক্রান্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে।
বুধবারই সিবিআই তলব করে অনুব্রত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ব্যবসায়ী সঞ্জীব মজুমদারকে। তাঁর থেকে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের নথি-সহ এবং শান্তিময়ী, সাঙরা চালকলের তথ্য চেয়ে পাঠানো হয়েছে। বুধবার সিবিআইয়ের ক্যাম্পে যান নানুরের এডিএসআরের এক কর্মী। তিনি জানিয়েছেন, সিবিআইয়ের তরফে এডিএসআরের দপ্তর থেকে নানুরের হাটসেরান্দি এলাকার দুটি জমি বিক্রির দলিল চাওয়া হয়েছে।
এদিকে, বুধবার গরু পাচার মামলায় গ্রেপ্তার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার সংস্থাকে নোটিস পাঠিয়েছে সিবিআই। সূত্রের খবর, আগামী সোমবারের মধ্যে এএনএম অ্যাগ্রোকেম নামে ওই সংস্থার দুই ডিরেক্টর সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎবরণ গায়েনকে নথি জমা করতে বলেছে সিবিআই।
ঘটনাচক্রে বুধবারই বোলপুরের বাঁধগড়া এলাকায় ১০-১২ বিঘা জমির উপর থাকা শিবশম্ভু চালকলে যান সিবিআই আধিকারিকরা।