সোদপুর : আর জি কর হাসপাতালে মৃত তরুণী চিকিৎসকের বাড়িতে গেলেন সিবিআই আধিকারিকেরা। বৃহস্পতিবার দুপুরে সোদপুরে নির্যাতিতার বাড়িতে যান তদন্তকারী অফিসারেরা। কথা বলেন তাঁর পরিবারের সঙ্গে।
গত বৃহস্পতিবার রাতে ঠিক কী হয়েছিল, তা জানতে সিবিআই আরও তিন চিকিৎসককে তলব করেছে। সিবিআই সূত্রে খবর, সঞ্জয় বশিষ্ঠ ছাড়াও তালিকায় রয়েছেন দুজন চিকিৎসক। তারমধ্যে চেস্ট বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী ও ফরেন্সিক বিভাগের চিকিৎসক যিনি ময়নাতদন্তের সঙ্গে যুক্ত। এছাড়াও তলব করা হয়েছে মলি বন্দ্যোপাধ্যায়কেও।
এছাড়াও ঘটনার রাতে নিহত চিকিৎসকের সঙ্গে কোন কোন পড়ুয়া-চিকিৎসকেরা ডিউটিতে ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারী দল। প্রসঙ্গত উল্লেখ্য, তরুণী চিকিৎসককে ন্যায় পাইয়ে দিতে একটি টিম গঠন করেছে সিবিআই। সেখানে রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞ, ডাক্তার ও তদন্তকারী আধিকারিকরা। তদন্তের মূল দায়িত্বে রয়েছেন দিল্লির অফিসাররা। তাঁদের সাহায্য করবে কলকাতার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ।