গরু পাচার তদন্তে অনুব্রত মণ্ডলকে আবার জেরা সিবিআইয়ের

গরু পাচার কাণ্ডের তদন্তে তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) আবার জেরা করলেন সিবিআই (CBI) আধিকারিকরা। এ কারণে বৃহস্পতিবার তাঁরা আসানসোল সংশোধনাগারে যান।

বৃহস্পতিবার বেলা ১২টার সামান্য পরে আসানসোল সংশোধনাগারে পৌঁছন সিবিআইয়ের দুই আধিকারিক। তাঁরা হলেন সুশান্ত ভট্টাচার্য এবং স্বরূপ দে। গরু পাচার-কাণ্ড নিয়ে একাধিক প্রশ্নের উত্তর জানতে তাঁরা অনুব্রতকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সিবিআই আধিকারিকদের হাতে কিছু নথিও দেখা যায়।

সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা অনুব্রতকে জেরা করার জন্য, সম্পত্তির উৎস-সহ নানা বিষয় নিয়ে প্রশ্ন তৈরি করে আনেন ওই নথিতে। গরু পাচার-কাণ্ডের তদন্তে নেমে অনুব্রতের মেয়ে এবং তাঁর ঘনিষ্ঠদের নামে বহু সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। সেই সম্পত্তির উৎস জানতে চায় তদন্তকারী সংস্থা।এর আগে গত ৬ সেপ্টেম্বর অনুব্রত এবং তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে সংশোধনাগারে গিয়ে জেরা করেন সিবিআই আধিকারিকরা। ওই দিন অনুব্রতকে করা হয় ২০টি প্রশ্ন। পাশাপাশি, সায়গলকেও প্রায় ১৪টি প্রশ্ন করেন গোয়েন্দারা। অনুব্রত এবং সহগলের যে সব সম্পত্তির খোঁজ মিলেছে, তা নিয়েই করা হয় ওই প্রশ্নগুলি। এর আগে কয়লা-কাণ্ডে ধৃত আট ইসিএল কর্তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসানসোল সংশোধনাগারে গিয়েছিল সিবিআইয়ের তিন সদস্যের একটি দল। সিবিআই আধিকারিক উমেশ কুমার ওই দলের নেতৃত্বে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 20 =